সুখ ব্যাংকের কর্পোরেট শাখা


যে ছেলেটা সবসময় প্রেম ভালোবাসা নিয়ে হাসি ঠাট্টা করে,,

সেও হয়ত কোন এক মাঝরাতে বিছানায় শুয়ে ভাবে, 'এই একলা জীবনে কেউ একজন থাকলে হতো, যে দিনের মধ্যে কারনে অকারনে ফোন দিয়ে বিরক্ত করবে, ভাত খাইনি শুনে রাগারাগি করবে

কোন এক লাল চায়ের বিকেলে তার সাথে একটু হেঁটে জোনাকিদের জেগে ওঠা দেখা যাবে, ফুসকার বিটলবনের সাথে কিছু গল্প মাখিয়ে ভরে যাবে এ জীবনের প্লেট।

রাতগুলোতে কিছু টাকা জমা হবে মোবাইল অপারেটর গুলোর বৈদেশিক ব্যাংকে। তার বিনিময়ে কত গল্প, গান আর অভিমানের লেনদেন হবে।

যে মেয়েটা ভাবে রিলেশন তার জন্য না। যার ভয় হয় নিজের জীবনের সাথে কাউকে জড়িয়ে নিতে।

সেও হয়ত ঘুমভাঙা কোন ভোরে ছাদের সাথে আকাশের ব্যবধান মাপতে মাপতে অন্যদের সাথে নিজের একাকিত্বের ব্যবধানটাও মেপে নেয় খুব গোপনে।

ভেতরে কতগুলো লাগামছাড়া ইচ্ছেগুলো পাগলা ঘোড়ার মত ছুটতে চায়। ইচ্ছে হয়, কোন এক অগোছালো ছেলে জীবনে আসুক। যে কথায় কথায় পাগলামি করবে,

কোন এক বৃষ্টির দিনে একগোছা কদম নিয়ে ভিজে সামনে এসে দাড়াবে। কাটফাটা রোদে যার সাথে গলতে থাকা ভ্যানিলা আইসক্রিমে কামড় দিয়ে দুটো মনের গলে মিশে যাওয়াটাও নতুন কোন স্বপ্ন দেখাবে।

যার পাগলাটে ভালোবাসাকে আচলের মায়ার মতন ভালোবাসা দিয়ে সাজিয়ে রাখবে এই ছোট্ট জীবনের শোকেসে।

,,, ভালোবাসা পেতে সবাই ভালোবাসে। আবার ইচ্ছে করে নিজের সবটুকু দিয়ে কাউকে ভালোবাসতে।

একলা তরুন, অভিমানি তরুনী, বহুদিন আগে ভালোবাসা হারানো কোন যুবক, বিশ্বাস করে কষ্ট পাওয়া কোন যুবতী, কোন বখাটে ছাত্র, বই নিয়ে পার করা কোন মেধাবি প্রত্যেকেই এই রঙিন বয়সটাতে কাউকে নিজের সাথে বেঁধে নিতে চায়।চাই কারো সাথে আবেগগুলো ভাগ করে নিতে,,

তাই ভালোবাসা পাক সবাই, ভালোবেসে ভালোথাকুক প্রত্যেক অভিমানি হৃদয়।

"সুখ ব্যাংকের কোন কর্পোরেট শাখার জয়েন্ট একাউন্টে নিয়মিত ভালোবাসা জমা রাখুক এই মানুষগুলো।।

Comments

Popular posts from this blog

Formalin & It's Status in Bangladesh

Dairy Technology-Common defects of Ice-cream & their remedies